Wednesday, 20 August 2025

ব্রাহ্মণবাড়িয়া শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 


ফুটপাত-সড়ক দখলমুক্ত, জরিমানা আদায় ৫৭ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়া শহরের জেল রোড ও কুমারশীল মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ আগস্ট) বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা

বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা এই অভিযান চলে।

  • প্রথমে জেল রোডে গড়ে ওঠা অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।

  • এরপর ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পাশে সড়ক দখল করে রাখা একটি অ্যাম্বুলেন্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

  • লোকনাথ উদ্যানের সামনে ফুটপাতে ভ্যান রেখে ফল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

  • কুমারশীল মোড়ে ফুটপাতে ইট রাখায় আদায় করা হয় ৩ হাজার টাকা জরিমানা।

  • এছাড়া আমিন কমপ্লেক্স ভবনের নিচে ফুটপাত দখল করে বড় আকারের অক্সিজেন সিলিন্ডার রাখার দায়ে একজন মালিককে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের বক্তব্য

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া বলেন—
“শহরের সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ এগুলো দখল করলে তা জনদুর্ভোগের পাশাপাশি নিরাপত্তার ঝুঁকিও বাড়ায়। এজন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান—
“জনস্বার্থে ফুটপাত ও সড়ক দখলকারীদের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও চলবে।”

স্থানীয়দের প্রতিক্রিয়া

অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত হলে শহরে চলাচল সহজ হবে এবং যানজটও অনেকটা কমে আসবে। তারা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানোর আহ্বান জানান।

Tuesday, 18 March 2025

JLPT

JLPT

JLPT🇯🇵🇯🇵 (Japanese Language Proficiency Test) পরীক্ষার নাম্বার বিভাজন ও পাস মার্ক

JLPT-এর ৫টি লেভেল রয়েছে: N5, N4, N3, N2, N1। প্রতিটি লেভেলের নম্বর বিভাজন এবং পাস মার্ক নিচে দেওয়া হলো—

নাম্বার বিভাজন:

JLPT পরীক্ষায় তিনটি প্রধান বিভাগ থাকে (N4 ও N5-তে দুটি বিভাগ থাকে)। প্রতিটি বিভাগের জন্য নির্দিষ্ট সর্বোচ্চ নম্বর নির্ধারিত থাকে।

পাস মার্ক:

প্রতিটি JLPT লেভেলের মোট নম্বরের একটি ন্যূনতম পাস নম্বর এবং প্রতিটি বিভাগের জন্য সর্বনিম্ন কাট-অফ নম্বর রয়েছে।

বিশেষ বিষয়:

  • যদি মোট নম্বর পাস মার্কের বেশি হয় কিন্তু কোনো একটি বিভাগে ১৯-এর কম নম্বর আসে, তাহলে পরীক্ষায় ফেল (Fail) গণ্য হবে।
  • JLPT-তে নেতিবাচক মার্কিং (Negative Marking) নেই, তাই অনুমান করেও উত্তর দেওয়া যায়।

তুমি কোন লেভেলের জন্য প্রস্তুতি নিচ্ছ?

Monday, 24 February 2025

 রায়পুরায় নারী উদ্যোক্তাদের ভাতার চেক বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত


 


নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থার আওতাধীন “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প” এর অধীনে ভাতার চেক বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ৩০০ জন নারী উদ্যোক্তার মাঝে প্রায় ৩০ লক্ষ টাকার ভাতার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। এছাড়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—

✅ উপজেলা সমাজসেবা অফিসার: খলিলুর রহমান সরকার
✅ বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ: মো. রফিকুল ইসলাম
✅ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার: মিজানুর রহমান

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ সুমন মাহমুদ, প্রশিক্ষণ কর্মকর্তা, “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”।

নারী উদ্যোক্তাদের সাফল্যের গল্প

কর্মশালায় অংশ নেওয়া উদ্যোক্তারা তাদের প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেন। তারা জানান, ফ্যাশন ডিজাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং, বিউটিফিকেশন ও বিজনেস ম্যানেজমেন্ট-এর ওপর প্রশিক্ষণ গ্রহণ করে তারা স্বাবলম্বী হয়ে উঠছেন।

অনেকে বলেন, এই প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, যা তাদের ব্যবসায়িক সাফল্যের পথে এগিয়ে যেতে সহায়তা করছে।

নারী ক্ষমতায়নের নতুন দিগন্ত

সংশ্লিষ্টদের মতে, এই ধরনের প্রশিক্ষণ ও অর্থায়ন নারী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।