ফুটপাত-সড়ক দখলমুক্ত, জরিমানা আদায় ৫৭ হাজার টাকা
ব্রাহ্মণবাড়িয়া শহরের জেল রোড ও কুমারশীল মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ আগস্ট) বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা
বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা এই অভিযান চলে।
-
প্রথমে জেল রোডে গড়ে ওঠা অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।
-
এরপর ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পাশে সড়ক দখল করে রাখা একটি অ্যাম্বুলেন্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
-
লোকনাথ উদ্যানের সামনে ফুটপাতে ভ্যান রেখে ফল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
-
কুমারশীল মোড়ে ফুটপাতে ইট রাখায় আদায় করা হয় ৩ হাজার টাকা জরিমানা।
-
এছাড়া আমিন কমপ্লেক্স ভবনের নিচে ফুটপাত দখল করে বড় আকারের অক্সিজেন সিলিন্ডার রাখার দায়ে একজন মালিককে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের বক্তব্য
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া বলেন—
“শহরের সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ এগুলো দখল করলে তা জনদুর্ভোগের পাশাপাশি নিরাপত্তার ঝুঁকিও বাড়ায়। এজন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান—
“জনস্বার্থে ফুটপাত ও সড়ক দখলকারীদের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও চলবে।”
স্থানীয়দের প্রতিক্রিয়া
অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত হলে শহরে চলাচল সহজ হবে এবং যানজটও অনেকটা কমে আসবে। তারা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানোর আহ্বান জানান।