হবিগঞ্জের মাধবপুর প্রশিক্ষণ কেন্দ্রে ২৫০ জন নারী প্রশিক্ষনার্থীর মাঝে প্রায় ২৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। রবিবার সকাল ১১ টায় এই চেক বিতরণ করা হয়। চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসমত আরা বেগম ( চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, হবিগঞ্জ জেলা কার্যালয়) সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ, প্রশিক্ষণ কর্মকর্তা সুমন মাহমুদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে বক্তব্য রাখেন,বক্তারা বলেন নারী জাগরণ এবং স্মার্ট বাংলাদেশ ভিষন ৪১ কে এগিয়ে নিতে নারীদের স্বাবলম্বী করার বিকল্প নেই। জাতীয় মহিলা প্রশিক্ষণ কেন্দ্র টি ২০২১ সাল থেকে বেকার ও সুবিধা বঞ্চিত নারীদের কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি, আত্ন নির্ভরশীলতা অর্জনে উদবুদ্ধ ও সহায়তা প্রদানের পাশাপাশি নারী সমাজকে মানব সম্পদে পরিনত করণের লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে সারাদেশে ২,৫৬,০০০ জন নারীর দক্ষতা উন্নয়ন এর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইতিমধ্যে মাধবপুর প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ১৬,০০ নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং তাদের মাঝে প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি তাদের উৎপাদিত পন্য সামগ্রী বিপননের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রকল্পের উদ্যোগে সারাদেশে ৮০ টি বিক্রয় প্রদর্শনী কেন্দ্র, ৮০ টি ফুড কর্নার, ৮০ টি বিউটি পার্লার স্থাপন করে ১৬,০০ জন নারী উদ্যোক্তাকে স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলা।মাধবপুর প্রশিক্ষণ কেন্দ্রে ৫ টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় সেগুলো হলো।
১.বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স
২. বিউটিফিকেশন
৩. ফ্যাশন ডিজাইন
৪.ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট
৫. ক্যাটারিং
0 comments: